আজ একটি ফ্রেমই আমার শেষ সম্বল
তোমাকে ধরে রাখার মত, আরো কিছু
স্মৃতিময় বস্তু রয়েছে দৃশ্যমান-এখনো ঘরে,
সূচ ও সুতার সহস্র ফোঁড়ে তোমার হাতে গড়া
নরম কাঁথায় এখনো তোমার অস্তিত্ব খুঁজি।
বাকিটুকু বিস্মৃতপ্রায়, স্মৃতির আলোচনা চলে...
আমার একাকিত্বে,
অথবা একলা আমার অন্ধকার ঘরে,
একান্তে কথাবলি তোমার সাথে।
মাগো, কান্নার শব্দগুলো জানালা টপকাতে পারে না আর।

তুমি চলে যাওয়ার সাথে যেন আমার
নিঃশ্বাস, বিশ্বাসকে হেয় করে দিল,
যেখানে তোমার অস্তিত্ব টিকলনা তোমার দুখেও-
সেখানে আমি? আমি কেমন করে বসতি গড়ি-
বলো মা?

মাগো, দেওয়াল জুড়ে হাজারটা ফ্রেম আমি
ঝুলাতে পারিনি তোমার-কমতির খাতায় এটাও ছিল আমার,
তোমাকে স্বপ্ন দিয়েছি অজস্র, আশাতে জাগিয়েছি...
কিন্তু!....কিন্তু তুমি ..........
মাগো, তুমি এমনিভাবে....সকল আশা চুর করে
জীবনের অন্তিম দ্বারে পৌছে যাবে তাতো ভাবিনি!!

এতটুকু সুযোগ পেলাম না মাগো-এক ফোঁটা চোখের
জলের মূল্যটা শোদরাবার-
শুধু কষ্টের জলে ভিজিয়েছি তোমায়,
অজস্র পীড়ায় জীবনটাকে উৎসর্গ করে গেলে তুমি,
মাগো আরো বেশি ঋণী করে গেলে।

যে ভূবনে তোমার কারণে আমার চোখ মেলা,
সে ভূবনে অনাদরে আজ কাটে বেলা-
ঘুমহীন, স্বপ্নহীন.....

আজ আমি ফ্রেমে খুঁজি তোমায়,
আদরের শিহরণ খুঁজি তোমার চুমু খাওয়া ঠোঁটে।

তোমার স্মৃতি তোমারই কাছে টানে আমায়,
মাগো, একবার হাতটি বাড়াও-
তোমার কাছে আসি।

তারিখঃ৩০।০৮।১৫
ঢাকা