অনলাইনে ‘ক্লিন আপ ঢাকা’ নামের  জাপানি সংগঠনটির একটি ছবি দেখে-আমার এমনটি মনে হয়েছে (অবশ্য দায় আমারই, ব্যর্থতা অামারই)


এর পরেও কি চোখ খোলে না,
হাত খোলে না আমাদের?
বলতে পার আমার শহর ময়লা-
হলে কি আসে যায় বিদেশিদের?
লজ্জার মাথা খেয়েছি আজ
আমরা সকল বাঙ্গালী,
এমন লজ্জার জ্বালা এখন
কোথায় গিয়ে ঢালী।
ডাষ্টবিনের ময়লা খায়
আমার দেশেরে কাকেরা,
ময়লা মাটি সাফ করছে
বলুন দেখি ও কারা?
ওরা দেশের অতিথি তবু
আমরা কেমন ভাই!
তাদের দিয়ে কাজ করাতে
মোটেই লজ্জা নাই।
ডাষ্টবিনের ময়লা দেখুন
করছে তারা সাফ
আমরা কেবল ব্যানার ধরে
কুড়োচ্ছি যে পাপ।

তারিখঃ ২৫।০৮।১৫
ঢাকা।