ছোট্ট তুমি  সত্য কথা  হীন তুমি  নও,
নিজ থেকে  হীনতাকে দূরে ঠেলে দাও।

ছোট্ট  বুকে  থাকে যদি  বড় কিছু আশা,    
হীনতা কি ভেঙ্গে দিতে পারে কোন দিশা?

প্রথম দিকে পাবে তুমি হয়ত কিছু  বাঁধা,
তা বলে কি হীনতাকে ডাকবে তুমি দাদা?

চেয়ে দেখ তুমি ছাড়া অধম আছে  কত,
কেমন হত থাকত যদি চোখে তব  ক্ষত!

কানা চলে, খোঁড়া চলে বলতো কি দায়?
তাকে দেখে তবু কিগো কাটেনা কি ভয়?

ভয়টাকে  তুচ্ছ করো,  তুচ্ছ করো  পাপ,
আপনাকে  তুচ্ছ  করা  বড়  এক  শাপ।

ভুলেও কেউ এমন কার্য করতে যেও না,
নিজে  কভু  নিজেকেই  হীন  ভেবো না।


তারিখ:১৯/০৮/১৫
ঢাকা।