সহজ করে তাকাও দেখি,সহজ চোখে চাও,
বাঁকা চোখে তাকিয়ে বৃথা কষ্ট কেন পাও?
আঁড় চোখেতে চাইতে গেলে আটকে যেতে হবে,
সময় শুধু আড়ে আড়েই বৃথায় চলে যাবে।
আঁড়ের চেয়ে সোজা পথে চলাই কিন্তু ভালো,
হৃদয় মাঝে শান্তি থাকে, ভাবতে লাগে ভালো।
এ’টা আমার ছোট বোন, এ’টা আমার ভাই,
এমনি করে দেখতে পেলে অন্তরে সুখ পাই।
অন্তর সুখ সমাজ মাঝে বিলিয়ে দিলে ভাই,
কলুষ মুক্ত একটি সমাজ সহজে পেয়ে যাই।
শান্ত দৃষ্টে তাকিয়ে দেখ হাসছে প্রজাপতি,
চতুর্দিকে ভাসছে দেখ স্নিগ্ধ আলোর জ্যোতি।
তাইতো বলি বারংবারে শুনছ নাকি কেউ?
দৃষ্টি ভঙ্গি বদলে দেখ আসছে সুখের ঢেউ।
তারিখ:১৯/০৮/১৫
ঢাকা।