আমরা সবাই আছিতো ভালই
আমরা ভালো আছি,
তোমরাও এসো উষার দুয়ারে
আলোর ভরে নাচি।
মলিন মুখের ঝলসা চোখের
আড়াল করা হাসি,
হৃদের ভিতর আঘাত হেনেই
দুখের জলে ভাসি।
এমন করেই ভাল থাকবার
হয় কি কোন মানে?
কষ্ট তোমার সয় কতো আর
সয় গো তব প্রাণে?
বয় নাকি ফের রক্ত স্রোত
শিরার কোনে কোনে,
হয় নাকি ভাই রুষ্ঠ ও মন
দুখের গাঁথা শুনে।
দুঃখ এখন আড়াল করেই
সুখ ভেলাতে ভাসো,
প্রাণটা খুলেই মুক্ত হাওয়ায়
মিষ্টি করে হাসো।
“গম্ভীর মুখে এক কাপ চা বা কফি পান করার চাইতে
প্রাণ খুলে এক গাল হাসুন, শরীর-মন সতেজ হবে”।
তারিখ:১৮/০৮/১৫
ঢাকা।