পেতে হলে জীবনের পুরো স্বাদ এসো,
এসো ছুটে, জীবনের কাছাকাছি বসো।

দেখো দু’টি চোখ খুলে সুদূরের দৃশ্য,
হাসো, তুমি একাকি ও প্রাণ খুলে হাসো।

জীবনের সকলই যাতনাকে ভুলো,
ভুলে যাও সব দুঃখ, দুর্ভাবনা গুলো।

গেয়ে যাও গান তব ঝর্ণার সাথে,
দেখ সেই সুরে সুরে কত পাখি ডাকে।

অন্তরে যত দুখ, ছুঁড়ে দাও দূরে,
যেথা খুশি মন যেথা যাও চলে উড়ে।

তারিখঃ১৮।০৮।১৫
ঢাকা।