কিন্তু, পথিকের পায়েই সৃষ্ট এ পথ,
কত দূর সীমানা বিহীন....
নদী-গিরী,মাঠ,তেপান্তরের পরেও
নরম পায়ের পদচিহ্নে এঁকেছিল পথ।
কত কন্টকাকির্ণ, জীর্ণ-শীর্ণ, জল, বন, অগ্নি
পায়ের তলায় চেপে...পথের শেখরে
পৌছেছিল একদিন।
আজ কেন ক্লান্ত পথিক-
পথেরেই দোষ দাও-
আর কত দূর পথ চলব,
এ পথের কি শেষ নাই?
কেন দু’ক্রোশ পথ হেঁটে ফোসকা পড়ছে পায়ে,
এত সেই পথ, যে পথে গিয়েছিল পথিক-পথের
সৃষ্টি করে-সৃষ্টির গান গেয়ে-
হয়ত না চলিতে কিছু গুল্মলতা শুয়েছে
পথের পরে-
পার না কি সে গান গেয়ে যেতে
পথের উপরে নতুন পথের সৃষ্টি করে?
আজ কেন ক্লান্ত পথিক
পথেরেই দোষ দাও?
আর কতদূর এ পথ!
চলতে হবে..?
পার না কি চলতে নব সৃষ্টির উল্লাসে?
তারিখঃ১২/০৮/১৫
ঢাকা