ছোট কবিতাঃ

দেহ যদি নৌকা হয়
প্রাণটা তবে দাড়,
হৃদয় সেথা মাঝি হয়ে
হয় যে নদী পার।

তারিখঃ১০।০৮।১৫
ঢাকা।