অথচ উন্নয়নের জোয়ারে ভাসছি আমরা;
উন্নয়নশীলতার উচ্চ চুড়ায় অবগাহন করছি প্রায়:
চারিদিকে উন্নয়নের জয়জকার;
নিম্ন থেকে মধ্যম, মধ্যম থেকে প্রথম উন্নত হতে
আমাদের আর বেশি সময় লাগবে না;
মানুষ হয়ে মানুষের পাশে থাকছি একথা মুখেই বলছি;
কিন্তু মানুষের ভেতরটা উন্নত করতে পারছি না;
মধ্যম উন্নয়ন ও নয়;
মানবিক দিক থেকে আমরা পড়ে আছি নিকৃষ্টতার শীর্ষ
আয়ের দেশে।
ওহে মানুষ-নিজের ভেতরটা উন্নত না হলে
দেশটাতো জরাজীর্ণতায় ডুবে রবে-
সেই প্রত্যয়ী শক্তি নিয়ে দাঁড়াও একবার।
সকল জঞ্জাল রুখে দিতে।
তারিখঃ০৬।০৮।১৫
ঢাকা।