ধর্মাধর্ম-৬৩
পরম্পরার প্রচলিত প্রথা
চলছে আজো সমাজে
প্রথার দ্বারা জীবন যাত্রা
আজো বাঁধা আছে
পরম্পরা ভেঙ্গে যদি করতে কিছু চাই
সমাজ চক্ষে তখনই বিপাকে পড়ে যাই।

ধর্মাধর্ম-৬৪
আমাদের এ বাংলা সমাজ
ভাংতে চায় না প্রথা
তাইতো দেখি সকল কাজে
জড়িয়ে থাকে অলসতা
পরিবর্তনের বাতাস দেখে সমাজপতি ভয় পায়
তাইতো সদা পুরোনো প্রথায় নিজের ভূবন গড়তে চায়।


(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা, পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)

তারিখ:২৬/০৭/১৫
ঢাকা।