1।
অন্তর হতে উৎসারিত আছে যত ধ্বণি
অন্তরতে কান পেতে অন্তর দিয়ে শুনি।
2।
আমার থেকে কে আমারে বলো বেশি জানে
যে আমারে জানে শুধু সে আমারে মানে।

তারিখ:29.07.15
ঢাকা।