তুমি কি আমার পেছনে দাঁড়িয়েছিলে কখনো
যখন পূবাকাশে শ্রাবণী মেঘে
রংধনু ছিলা পরে ছিল বাঁকা হয়ে? তুমি কি ছিলে?
আকাশ রাঙা সেই ভিজে ভিজে সোহাগে
সাদা পালকের হাসেরা ভেসেছিল জলে
তুমি কি ছিলে?
অামি ছিলাম তোমার দিকে পেছন ফিরে
শিরশিরে বাতাসে হালকা বৃষ্টির শিষ ঠান্ডা
ছোঁয়া পেতে খোলা পিঠে-
আমার অনুভবে ছিলে তুমি আমাকে ছুঁয়ে
শতশিহরণ কদমের মত
কত বৃষ্টি ধারণ-সে তো আমাকে তুমি
ছুঁয়েছিলে বলে- রিণিঝিনি বৃষ্টিরা
নেচেছিল।
তোমারই ঠোঁট ভেজা জল যেন
আমারেই জড়িয়েছিল-তুমি ছিলে
বলো -আমি ছিলাম তোমার দিকে পেছন ফিরে
তুমি ছিলে আমার অনুভবে।

তারিখঃ২৮।০৭।১৫
ঢাকা।