আর তোমার উৎসুক মন খুঁজেছিল আমায়-
তবু চোখ তুলে তাকাবার শক্তি হারাচ্ছিলে
বারংবার-
আমরা দু’জন নতুন ছিলাম তাই,
কত প্রশ্নের জবাব না হয় দিতে হল তোমায়
একটি প্রশ্ন তুমিও কিন্তু রাখতে পারতে আমায়
ছেড়েই দিলে-
আমরা দু’জন অচেনা তো তাই।
মনের মতটা দিয়েই দিতে তুমি সেই তখনি
একই সাথে থাকতাম আমরা দু’জনই
তুমি কিন্তু লজ্জ্বা মেখে নিলে
আসছি আমি যেও না কো ভুলে।

তারিখ : ২৭।০৭।১৫
ঢাকা।