অনাবাদী জীবনকে আবাদী করতে তো
চাষাবাদ করতে হয় উত্তমরূপে।
ঝোপঝাড়, লতাগুল্ম উপড়ে ফেলতে হয়
শাসকের ন্যায়। মায়া-মমতা লাগলে
সেথায় জীবনে সোনা ফলে না।
অতি আদরে কৃষাণের মত হাল চালাতে হয়
নির্দয়-
কিছু তো পোকামাকড় অভিশাপ দেয়ই-
তাতে কৃষাণের পাপ কতটুকু ধনের লক্ষী তা
জানেন।
যারা ধর্মকে মানেন তারা ধর্মকে স্বাক্ষী রেখেই
হাল চাষ করেন বিশ্বচরাচরের কল্যাণ কামনা
করে, একা নিজের জন্য নয়।
তবে পরিশ্রমে নিজের জীবনকে গড়তে হয়
কৃষাণ রূপে রোদে-জলে ভিজে।
তবেই সার্থকতা।
তারিখ : ২৬।০৭।১৫
ঢাকা।