সত্যিই যদি সমর্পণ বুঝতে-
তবে কর্ণের ব্যর্থতাকে পক্ষপাতিত্ব বলতে না
যদি শ্রেষ্ঠত্বই সর্বোচ্চ হবে অর্জুনকে চিনতে পারলে না
একথা নিশ্চিত করে বলতে পারি।
কারণ সর্বোত্তম হওয়াটাই জরুরি সর্বশ্রেষ্ঠ নয়।
পাহাড় সমান উচ্চাকাঙ্খা শ্রেষ্ঠত্বের অহংকার কে ধারণ করে
শুধু নিজেরই ক্ষমতার প্রদর্শণে-
সমর্পণে ভুল থাকলে
তা হয়ে উঠে ক্ষতিকর উপকার নয়।

তারিখ:25.07.15
ঢাকা।