তবু যেন সয়ে গেছে আমাদের রক্তে
মৃত্যুও কাঁদায় না, কপায় না হৃদয়টাকে
যেন বুনো মহিষ, বুনো শুয়োরের মত
গোদ গোদ করে বয়ে চলি-অযথা।
কিছু গাধারা রাষ্টপ্রধান-
ডাল খিচুড়ি পাকায় তিন বেলা
খুন, লুট, ধর্ষণ, বর্বরতা যেন মুড়ি মুড়কি-
ছেলের হাতের মোয়া-
গোগ্রাসে গিলি কেবল আমরা-কিছু সর্বভুক প্রাণী
বুড়ো হুলো বেড়ালের মত কেবল-
বাড়া দুধভাত ‍চুকচুক করে-গতর এলিয়ে
দি সোফায়।

পেটের দায় কেবল আমারই তাই দুচার লাইন
লিখি-প্রতিবাদে সাজাতে চাই অক্ষরগুলি

দু:খিত রাজন-মরে গিয়ে বেঁচে যাওয়া তুমি
তোমার তরে সমবেদনা ছাড়া কিছুই দিতে
পারি না অামি।

তারিখ:15.07.15
ঢাকা