ধর্মাধর্ম-৫৯
কিছু সময় আসে বিরূপ
জীবন পথে চলতে
ধৈর্য ধরে ভক্তি ভরে
তখন হবে চলতে
ধৈর্যের যে অসীম গুণ পাবে তুমি জানতে
পরিস্থিতি হয়ত তুমি পারবে বসে আনতে।

ধর্মাধর্ম-৬০
কটু কথা শুনতে বলো
কার লাগে ভালো
কটু কথা গোপন করে
ভাল কথা বলো
বাক্য যদি মধুর হয় শুনতে লাগে ভালো
অনেক কথাই মনে তখন জাগায় আশার আলো



(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা, পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)