নজির বিহীন অত্যাচারের রুহ জ্বলছে চতুর্দিক,
নামে ও বেনামে চলছে হিংস্রতার মহোৎসব।
সকলেই মানুষতো আমরা !
নাকি ভিন গ্রহের কোন পশু? !!
কি নাম তোমাদের, কি জাত তোমাদের-
পরিচয় গুলো দাও তো আমায়।
মানবতার জাতের বিচার নেই।
মনুষ্যত্বের হিসাবই করে সে।
তোমাদের বিচার দেখে মানবতা গুড়িয়ে যায়,
বিনষ্ট হয়ে যায়  বিবেকের বন্ধন।
মনে হয় স্রষ্টা তোমরাই, তোমরাই সৃষ্টি করেছ
চরাচর।
তাই তোমাদের কথাতে উঠা বসা চলছে, চলবে
বিশ্ব ভূবন।

কার আদর্শে মানুষ হয়েছ তোমরা-
রক্তের নদীতে গোসল করতে চাও
কি চাও তোমরা?
বিশ্ব শান্তি নাকি-
বিশ্ব সম্ভোগ?
পারবে আগলে রাখতে তোমাদের শক্তি দিয়ে
গোটা বিশ্বটাকে--??

পিঠ মুড়িয়ে মানবতাকে হত্যা করো না
মানুষের সেবা করো।

২৮।০৬।১৫
ঢাকা।