-আমি চলে যাচ্ছি........বিদায় দেবে না?
-না........
-কেন?
-আমি তো তোমাকে গ্রহণ করিনি তবে
বিদায় কেন দেব?

হৃদয়টা পিছিয়ে যাওয়ার কথা
অথচ পেছাল না-
পা দু’টি কেবল এগিয়ে চল্ল মৃতের মত
সামনের দিকে।

লাগেজের হাতলটা ধরা ছিল দ্বীপান্বিতার,
অমি তাকালেও না একবার।

-আমি তোমাকে সবটুকু ভালবাসতে চাই....
-বুকে জড়িয়ে রাখতে পারব তোমাকে
যতক্ষণ তুমি চাও....ভালবাসতে পারব না।

মৃত পায়ের চলার সাথে চিন্তাগুলো দৃশ্যমান
হচ্ছিল বারংবার।আঁখির নীড়ে হয়ত বাসা বাঁধা
যেত কিন্তু........
নীরে তো ভেসে থাকা যায় না।

-এখানে অসুখিকে সুখি করা হয়,
মূল্য নেওয়া হয় না।তুমি আমাকে বন্ধু ভাবতে পার
বেশি কিছু না।
তোমাকে আমি হাত ধরতে পারি, আদর, স্নেহ দিতে
পারি কিন্তু চুম্বন দিতে পারব না।

-এটা কেমন জীবন, অমি?
তুমি উদার আকাশ হতে পার, বনভুমি হতে পারনা
কূলহীন সমুদ্র হতে পার, নদীকে কাছে টানতে পারনা-
শুধু নদীরই ইচ্ছা সমুদ্রের সাথে মিশতে চাওয়া

দ্বীপান্বিতা পেছনে তাকালে-
অমি চোখ তুলে তাকালো একবার-কোথায় যেন
একটা টান অনুভব করল, কিছু বললে না
দু’দিকে দু’জনার দুটি পথ বয়ে চল্ল................

তারিখ : ২১।০৬।১৫
ঢাকা