বল, এতদিন তুই আছিলি কোথায়?
বাসিস নি তো ভালো একবার ও,
আমি ভাবি পিপীলিকার মত তোরও,
মাঝে মাঝে পাখা গজায়।
হাওয়া লাগাস যেন পাতলা পাখায়,
মনে করিস না কথা করো ও।
বল, তুই কি করে হয়ে যাস উধাও,
ঘুম ধরে কি করে তোর চোখের পাতায়?

আমি খুঁজি পথে পথে তোরে,
তুই আড়াল করে চলিস আমারে।
দুঃখিত হৃদয়ে সুখের প্রলেপ মাখি,
জল মুছি তবু কাঁদে দুটি আঁখি।

বল, সে বেদনা গুলি কোথায় আমি-
লুকাবো গতর ঢেকে, জানে অন্তর্যামী।

11.05.15
ঢাকা।