ও কালো মেয়ে
কৃষ্ণ কুমারী-
সেই তো আমায় ভালবেসে ছিলে
তবে ছেড়ে কেন গেলে ?
আজ যে তোমায় ভীষণ মনে পড়ে
কালো বদন, কালো চোখে,
কালো কেশের বানে,
কি যে আঘাত হেনেছিলে মনে;
দিনে দিনে সেই আঘাতের ক্ষত হল বেশি
মনটাশুধু টানে, ব্যথাগুলো জেগেউঠে প্রাণে।
ও
কালো মেয়ে, সহচরী হাতটি যেদিন-
জড়িয়ে ছিল হাতে,
সেদিন বুঝেছিলাম-ছোঁয়ার মানে কি-
বেতফল ও চোখ দু’টিতে বলতে চাইছে কি;
কৃষ্ণ কুমারী-
আপন প্রাণ উজাড় করে ভালবেসেছিলে
তবে আজকে কেন অজানিতে দূরে চলে গেলে ?
তোমার ঐ রুপোর চোখে, সোনার হাসি
কুহু কন্ঠে বাজায় বাঁশি
তুমি কি জানতে পারনি-
আমি তোমায় ভালবাসি ?
কালো মেয়ে
কৃষ্ণ কুমারী ?
চুপ কেন রওগো আজি তুমি-
প্রাণ প্রদান রাজি কথা ভুলে গেলে কি ?
সেদিন মুখের কথা বুকে রেখে,
চোখে বলেছিলে-আমি সত্যি ভালবাসি
তোমায় সত্যি ভালবাসি।