তোমারই স্মরণ মনে-
চরণ ধরে পাই সুখ-অনাথের নাথ
তুমি প্রভূ-দূর কর এ দুখির দুখ।
বিশ্বভূবনে একলা জীবনে
চলেছি পথ দীন হীন হয়ে
তোমারই খোঁজে রিক্ত হাতে
প্রভূ-থাকি সদা আনমনে।
তোমারই দ্বারে আমি এক ভিক্ষুক
ভিক্ষার ঝুলি নাই তবু দুহাত পেতেছি
ধনদৌলত না চাই আমার
তোমার চরনে চাই ঠাই-তোমারই
মাঝে জীবন খুঁজি তোমার মাঝে
পাই জীবনের সুখ।
22.03.15
ঢাকা।