মায়ের গর্ভের মত আমরাও আছি পৃথিবীর গর্ভে আমাদের কারো জানা নেই এ গর্ভের বাইরের জগৎ
সম্পর্কে। কেমন হবে কি করে কাটবে। কি কি থাকবে কত বিষ্ময়, কত প্রশ্ন, কত গল্পময় না মনে হয় আমাদের কাছে।যখন আমরা মৃত্যু বরণ করব তখন কোথায় যাব-হয়ত এমনই এক জায়গা যেখানে বাস্তব জীবনের পূণ্য কর্মের ফল বিচারে স্বর্গ নরক লাভ হবে। স্বর্গের সুখ আর নরকের দুঃখ। যা আমরা মানুষ গর্ভজাত শিশুর মতই যখন ভূমিষ্ট হওয়ার কথা শুনি তখন বিশ্বাসই হয় না যে পৃথিবী নামক কোন স্থান আছে।যখন পৃথিবীতে আসলাম তখন গর্ভের সেই সব কথাগুলো মিলে যেতে থাকে জীবনের সাথে। নতুন পৃথিবীতে।স্বর্গ বা নরকেও এমনই হবে যা পবিত্র ধর্ম গ্রন্থে উল্লেখ আছে তাই বাস্তব হবে তখন।তখন মনে হবে কি করেছি আর এখন কি পাচ্ছি-
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
গর্ভঃ তোমার জন্য এক সুন্দর পৃথিবী হয়েছে তৈরী
যেতে হবে সেখানে তাড়াতাড়ি
সুন্দর কে করবে আরো অতি সুন্দর
সেখানে পাবে তুমি অনাবিল আদর
ভ্রূণঃ না আমি যাবনা ঐখানে
আলো বাতাস খাদ্যকনা
না আছে যেখানে
এখানে আমি ঘুমিয়ে থাকি চুপচাপ
না আছে কোথাও কোন খরতাপ
শান্তি কত মোর দেহ প্রাণে।
গর্ভঃ যেতে হবে, যেতে হবে তোমাকে
তোমার এই জলে ভেজা
অন্ধ কুটির ছেড়ে
দেখবে ভূবন আলো, শুশীতল বাতাস
ফুলের সুবাস, প্রজাপতি আরো কত
খেলবে খেলার সাথী তোমার সাথে।
ভ্রূণঃ না আমি যাবনা ঐখানে
শত ভয় গোপন থাকে যেখানে
আগুনের তাপ, নদীর জল
ভয় লাগে কুকুরের ঘেউ ঘেউ সুরে।
কিছুতেই যাবনা সেখানে।
গর্ভঃ যেতে হবে যেতে হবে তোমাকে
দেখবে দুচোখ খুলে সুন্দর আকাশটাকে
লাল, নীল পাখা মেলে উড়ে কত পাখি
সবুজ ঘাসের মাঠ, সোনালী ফসল হাসে
সেইখানে সোনার দেশ সকলেই ভালবাসে।
ভ্রূণঃ না আমি যাব না
আমার সাথে করছ তুমি ছলনা।
গর্ভঃ যেতে হবে তোমাকে-
শোন বলি পূর্ণ করে-এখানে জঠর মাঝে
একা থাক কষ্ট করে- হাস না, খেল না
জীবনটাকে তো বুঝতেই পার না।
সেখানে গেলে পাবে জীবনের দাম
গর্ভঃ পাবে কত সম্মান-
মাতৃ ছায়া রবে তোমার পাশে পাশে
পিতৃ ছায়া রবে রক্ষা করতে।
ভাই হবে বোন হবে হবে খেলার সাথি।
পাবে সুখ পাবে আরো কত শান্তি।
গর্ভঃ শৈশব কাটবে এর কোলে ওর কোলে
সুগন্ধ সমীরণে দোল দোলে দোল দোলে
কোলে তুলে নেবে মায় দেবে গালে চুমো
জাগবে তোমার মনে মাতৃ প্রেম ও
দাদা হবে দাদী হবে কাটবে চিমটি
করবে তুমি সুখের কান্নাকাটি
ভ্রূণঃ না বাবা যাব না ঐ খানে
গর্ভঃ যেতে হবে-
শৈশব ছেড়ে কৈশোর আসবে
কত রূপ রং এসে তোমাকে ভালবাসবে-
লেখা পড়া শিখবে, জ্ঞানী গুণী হবে
পাড়া প্রতিবেশি সকলের উপকারে
নিজেকে সপে দেবে।
গর্ভঃ যখন যৌবন কাল আসবে জীবনে
দেখবে নতুন আলো সুন্দর ভুবনে
প্রেয়সীর লাল ঠোঁট কেপে কেপে বলবে-
নিঃসীম কত কথা গোপনেও চলবে
কত দায় ভার থাকবে স্কন্ধে
গর্ভঃ ছেলেপুলে হবে সে তোমারই মতন
তাদেরকেও করবে তুমি লালন পালন
করবে তাদের তুমি আদর যতন
কত লয় সংঘাত মাথায় নিয়ে চলবে
পিতা-মাতা জগৎকে খুশি করবে
গর্ভঃ আবার আসবে যখন বৃদ্ধ কাল
স্মরণ করো তোমার শৈশব সকাল
যে মাতৃক্রোড়ে তুমি হেসেছিলে খেলেছিলে
ঘুমিয়ে ছিলে শান্ত হয়ে-তেমনই মাটির গর্ভে
তুমি ঘুমাবে নিরবে।
তখন আমার সাথে হবে আবার দেখা
এখন ওয়্যা, ওয়্যা করে যাও গো সেথা