এসো কলি, চোখ খুলি রাত শেষে সকালে,
ফুল তুলি, ঝাপি খুলি রাখি তারে আড়ালে।
শিশিরের জল মাখি, মাখি সারা শরীরে,
এসো হাঁটি নদী তীরে রূপ দেখি আহারে।
কত আর নিদ যাও দেখ রাত পোহালো,
পাখিডাকে,ফুল ফোটে,হাসে দেখো দিনালো।
খুব সুখে সারা রাত ফেসবুকে কাটালে,
অবশেষে তুমি এসে ভোর রাতে ঘুমালে।
অভিমানী চোখগুলি নাই আর তাকালো,
দেখে যেন মনে হয় চোখ বুঝি হারালো।
ঠোঁট দু’টি চনমনে নেই আর উতল,
কথা গুলো জড়ো সড়ো যেন বোবা ভূতল।
চেহারাতে মলিনতা জমে আছে ময়লা,
চুল তার জটা ধরা, দেহ যেন কয়লা।
কত আশা ছিল মনে, ছিল কত ভরসা,
নিশাচর পাখি হয়ে ভরে দিলে নিরাশা।
ছন্দঃ স্বরবৃত্ত।
রাচনাঃ ২৯.০৫.১৫ইং
ঢাকা।