ভালবাসার আকার, প্রকার কম তো মেলেনা,
চতুর্দিকে ভালবাসা, নাকি ছলনা?
তাইতো আমি ভাগ করেছি হৃদয় ভেদে ভালবাসা,
সেথায় আছে কিছু আশা, আছে নিরাশা।
হৃদয় ভেদে ভালবাসা এমনই তো হয়,
কখনো জয় আবার কখনো হয় পরাজয়।
একটা হৃদয় নিংড়ে দেয় ভালবাসা,
আরেকটা হৃদয় শুষে নেয় সকল আশা।
একটা হৃদয় রক্ত মোছে জনম ভরে,
আরেকটা হৃদয় ক্ষত করে হৃদয়টারে।
একটা হৃদয় চুমুদেয়,
অন্য হৃদয় বিষ মাখায়।
একটা হৃদয় বুকে টানে,
অন্য হৃদয় আঘাত হানে।
তবু জগৎ জুড়ে, ভালবাসা লেনাদেনা সবাই মানে।।
পিতার হৃদয় পরম স্নেহে আদরকরে,
মাতার হৃদয় ভালবাসা উজাড় করে।
আমার হৃদয় চোখের কোণ জলে ভাসে,
তোমার হৃদয় গুপ্ত সুখে মৃদু হাসে।
তারিখ : ২৭।০৫।১৫
ঢাকা।