ওহে পাঠকের দল ;
বিমুখ হয়ে পড়ছ কেন,
রস হীন গদ্য,-পদ্যেওকি ভেজাল?
বলতো কবিতা পাড়ায় হয়েছে কি আজ কাল?
কবিরা ভাটায় কর্ম করে কালি ঝুলি -
মাখাচ্ছে সকাল বিকাল,
পাক ছেনে পাকা করে বানাইছে তিন থেকে চার তল,
কবি বধূরাও এক করেছে নাকের ও চোখের জল
অথচ তোমরা পড়ছো ও না কেবল-
ঘর্মাক্ত শরীরে নভিশ্বাস ওঠছে কবিদের।
কবিতার প্রতিটি পরতে, পরতে,
শব্দের প্রতিটি আড়তে, আড়তে,
বেচা কেনা চলছে হরদম,
তবু তোমাদের মন জয় করতে
কবিদের খাচা ছাঁড়ে আত্মারাম।
আরেকটি কবিতারে কেবল দিতে চাও দাম।
তারিখ : ২০।০৫।১৫
ঢাকা।