যদি প্রশ্ন করি তোমায় আমি অন্তরা-
উত্তরের আশা আমি রাখতে পারি কি?
অন্তরের কথা আমি শুনতে পারি কি?
নাকি এখনো তা রয়েই যাবে অধরা?
বৃথাই হবে তোমার কাছে প্রশ্ন করা?
সত্যি করে বলতো ভাল বাসলে না কি?
আর কত দিন থাকব আমি একাকি?
আর কত দিন গুণব দূরের তারা?
এখন প্রেমের সৌরভ, মাখো তব গায়ে,
মুছিয়ে দিয়ে সব, ক্লান্তি মাখা চাওয়া।
এসো বলি আমার এই প্রেমের নায়ে,
এসো পূর্ণ করো তোমায় কাছে পাওয়া।
প্রেমের পাখি শিকল ছেঁড়ো এইবার,
এ সময় শুধু প্রেমের পাখা মেলবার।
তারিখ : ২৪।০৫।১৫
ঢাকা।