দেশ ছেড়ে  আর পাড়ি
দেব না,
ভিন দেশী  নায়ে উঠে
যাব না,
যত করো  ছলা কলা  
আর না।
কোন কথা  আর আমি
শুনছি না,
টাকা কড়ি  ভুরি, ভুরি
চাই না,
মিথ্যে লোভে কেউ ভুলে
যেওনা,
অকালে এ জীবন টা
দিও না।
আশা হীন বাঁচা সেতো
বাঁচা না,
প্রাণ দাও, যানে বাঁচি,
সহেনা।
চোরা পথে বিদেশেতে
যেও না,
চোর  হাতে কেউ যেন
পড়ো না,
নিজ দেশ বড় কর
নিজেরা।

তারিখ:21.05.15
ঢাকা