যখন আমি দাঁড়াই এসে
পা ভিজিয়ে জলে ,
তখন ঘাট ঢেউয়ে ভেজে
নৌকা দূরে চলে ।
তখন সখি ঘোমটা পরে
নত মুখে দোলে,
ঢেউ তরঙ্গে ঝাপটা লাগে
মন ভেজে জলে।
ছল ছলিয়ে দাড়ের টানে
চোখে ঢেউ খেলে,
ঝিল মিলিয়ে সূর্যালোকে
সখি যায় মিলে।
তখন আমি ফিরে দাঁড়াই
মন কোথা ফেলে!!
পড়ন্ত এ বিকেল বেলা
কোন খেলা খেলে?
কোথায় গেলে? চলেই গেলে
মন কেড়ে নিলে,
আবার ঘুরে চোখ ফেরাই
ঢেউ তোলা জলে।