দম্ভ-১
অতি ক্ষুদ্র দুঃখগুলো এক হয়ে দূর্ভেদ্য পিরামিড গড়ে-
মিশর রক্ষায়,
চিনের প্রাচীর গড়ে তোলে অভিমান গুলো
তবে কি কেবল ভৌগোলিক সীমা রেখাই
এঁকে চলবে ভেতরে ভেতরে ?
কেবল আড়ি পেতে কাটা তারের বেড়া তৈরী
হয়ে থাকবে সম্পর্কের মাঝে, তোমার অষ্ফুষ্টবেদনা গুলি ?
হয়ত থাকবেই,
সম্পর্ক বুঝি জোড়া লাগতে নেই ?
হিমালয়ের চুড়ো থেকে ও গলিত হয়ে সমুদ্রে
মেশে তুষারগুলি, পাথরগুলি শুয়ে থাকে ঝর্ণার ধারায়
কেবল-
মিথ্যে অহমিকার দম্ভ গলিত হয় না তোমার-আমার।
দম্ভ-২
সম্পত্তির লোভেই কি পলাশীর যুদ্ধ পুশে রেখেছ অন্তরে
মির জাফরের মুর্তি গড়েছ হৃদয়টাকে শক্ত করে
আমি সম্পত্তি চাইনা,
সিংহাসন চাই না আমার
আমি তো কেবল ভালবাসা চেয়েছিলাম-তোমার ভালবাসা
ভালবাসতে পারনি, কিন্তু ভালবাসতেও তো দাওনি
কেন ?
কি এমন অপরাধ করেছি আমি যে,
দেশ ভাগের প্রয়োজন হল-
দূরত্ব তৈরী হল তোমার আমার ?
কেন যেন আমাকে তুমি চেনই না-এ যেন সাম্প্রদায়িক
দাঙ্গা বেঁধে রয়েছে আমাদের-
ভেতরে ভেতরে মন্দির মসজিদ ভেঙেই চলেছ-অনাকাঙ্খিত
তবু ও আমি আশাতে আছি, আশাতেই বাঁচি
বাংলায় উদীত স্বাধীন সূর্যের মত
হয়ত তোমার ও আমার ভেতরে মিলনের সূর্য আলো জ্বালবে
কোন একদিন-
রচনা: ৫মে, ১৫
ঢাকা