বলতেই হয় এক অ-হাসিতে বুক ভরেছে এবার কৃষকের-
চৈতালী ধানের শিষে দুলেছে বসন্ত বাতাস।
হয়ত সুখের বসবাস-
বৈশাখী এল আউলা ঝাউলা ঝাকড়া চুল মাথায় করে
আকাশ পাতাল কাপিয়ে।
তবুও কৃষক, শ্রমিক, মজুর কুড়িয়েছে বসন্ত শেষে ঝরে
পড়া কৃষ্ণচুড়ার পাপড়ী -সে কাপা কাপা বৈশাখে
নড়বড়ে ঘর কে দেখে?

কুলো ভর্তি ধান, উঠোনে ও ছড়ায় এখনো
ন্যায়ের কথা বলে-ন্যাজ্য মূল্যের কথা ও—
কে পায় মূল্য?
বছর বছর কি বিপ্লব হতে হবে নাকি ন্যাজ্য দাবি আদায়ে?

প্রতিবার মে- এলেই যেন জেগে উঠে –সমবেদনার টান শিল্পপতিদের
তারপর............ ?

রচনা: 01.05.15
ঢাকা