থামতে হলে বিরাম চিহ্ন দিতে হয়
লাইন, পঙতি অথবা শব্দের শেষে
অর্থ ও শব্দের প্রয়োজনে-
কিন্তু কে, কে থামাবে আমাকে.........?
কোথায়, কোন চিহ্ন, কে বসাবে ?
আমি তো চলমান, গতিমান আমি.......
আমার সম্মুখে কোন বাঁধার পাহাড়
দাড়ি, কমা, সেমিকোলন হতে পারে না
কেন না আমি গতিমান-পহাড়ের চুড়ো
থেকে ঝরে পড়া ঝর্ণা ধারা
আমি প্রবহমান নদীতে মিশে যাই সমূদ্রের
ভালবাসা পাওয়ার আশায়
বিরাম চিহ্ন দিলে প্লাবিত করি চরাচর
আমি বায়ু শন শন ঝড়ো হাওয়া..........
আমার স্থিরতায় দম বন্ধ হয়ে আসে সকলের,
আমি ছুটে চলা কোন ব্রেক হীন সাধারণ
পরিবহন, তাই সুদুরে ছুটে যাই একা একা
পাহাড় জঙ্গল মাড়িয়ে। আমি স্টেশন নই,
আমি ঝড়ো গতিতে ছুটে চলা রেল গাড়ী-
থামতে নেই আমাকে---
তবু পঙতি মালায় ছন্দ আনতে থামতে তো
হয়ই---জীবনকে সুন্দর করতে মাঝে মাঝে
কবিতার মত দাড়ি, কমা, সেমিকোলন দিতে
হয় জীবনের অলংকরণে।