(কবিতাটি নেপালে ঘটে যাওয়া ভূমিকম্প থেকে আমার ভেতরের অনুভুতিগুলো এভাবে জেগেউঠেছে-তা-ই কবিতায়ন করেছি আমি।)


বলতো কি অভিমান রাখতে তুমি যদি এই মুহুর্তে হতে
কোন নেপালী?
কি করে দেখাতে রাগ কিংবা ক্ষোভ যদি স্ব-চক্ষে দেখতে ভূমির
বিভাগ?
কি করে কলঙ্কের দাগ তুমি দিতে আমায়, যদি তুষার গুলো আদর
করে যেত তোমায় ও আমায়?
আমাকেই বলেছ অশ্লীল তুমি সত্যকে না বুঝে-নারী সঙ্গ করেছি
তাই মৃত্যুকে এনেছ সামনে-
কে দেবে মৃত্যু তোমার ও আমার-তুমি না আমি?
মাত্র তো একটি সেকেন্ডের ঘণঘটা-তুমি অপেক্ষা করতে পার,
সময় অপেক্ষা করে না।পার ক্ষমা করতে-পার কি বিচার করতে?
জানকি সত্য আর অসত্য কি? জানকি মানুষের ভেতরে কি হয়
দিবানিশি-শুধু আন্দাজ করে ঘৃণার বীজ রোপন করো আর শাস্তির
বিধান কর রচনা।
কি করতে তুমি যদি এক মুহুর্ত থাকতে নেপালে-দেখতে পেতে
বিচারের বাণী কোথায় কাঁদে-স্পষ্ট উপলব্ধী করতে পারতে
সত্যকে
যদি দেখতে পেতে-পিপিলীকার গড়া পাহাড়ের মত ঝরে ঝরে
পড়ে যাচ্ছে তোমাদে শক্ত করে গড়ে তোলা প্রাসাদ গুলি
ভূমির বুকে লুকিয়ে যাচ্ছে -পাপী -তাপির কান্না, কে ক্ষমা করত
তোমাকে ও আমাকে
চেয়ে দেখ ভেঙেচুরে গুড়িয়ে যাচ্ছে-হাড়গোড়
বাঁচাও তাদের -দেখি কতটা ঈশ্বর বল তোমার, কতটা বিজ্ঞ তুমি
আমি তো পাপের খাড়া মাথায় নিয়ে বসে আছি-মৃত্যুর অপেক্ষায়
কাঁদবে না কেউ আমার মৃত্যুতে-
কিন্তু তুমি তো সমাজের কোন এক ভদ্র মানুষ-আস না একবার
নেপালে-ওদের মৃত্যুর আগে করে দাও না শ্লীলতা অশ্লীলতার বিচার-পারবে?

অহমিকা ছাড়-সুপথ তো দেখালে না কোন দিন -কাটা ভরা প্রেমের
পথে এগিয়ে গিয়েছি অামি -তুমি দেখেছ চেয়ে চেয়ে
হেসেছ কোন কামনার ঝড়ে-?
কেন তখন তুমি বুঝালে না আমায় পরিণতী ভাল নয়-এটা পথ
নয়-
তুমি তো জানতে এ সঙ্গ ভাল নয়, বাঁধলে না কেন?- আমি পাপী
পাপ করেছি-তুমি পাপের উৎসাহ যুগিয়েছ- এবার বিচার কর
কে অশ্লীল, কে পাপী, কে ঘৃণিত তোমাদের এ সভ্য সমাজে?
কার কতটুকু শক্তি আছে.....................

মাত্র একটিবারের জন্য অনুভব কর নেপালীদের
বুঝে যাবে