আমার সমস্ত জীবন সমার্পিত ছিল
শ্রদ্ধা আর ভক্তিতে – প্রভূত্বে নয়
অথচ—
আমার সহজ সরলতায় অবাঞ্চিত সন্দেহ আর প্রভূত্ব খোঁজে
মানুষ, অশ্রদ্ধা আর প্রভূত্ব দেখায় আমার উপর
তাতে কি লাভ হয়—
আমি তো ছিন্ন মূকুল, ঝরে পড়া পাতা মাত্র
কি-ই বা মূল্য থাকতে পারে আমার
তবু তোমরাই তো মূল্যবান করে অবমূল্যায়ন কর আমাকে
আমি তোমাদের কাছে শরণার্থী, বিচার প্রার্থী নই
এটাই কি আমার ভক্তি মূলের ফল ?
তোমাদের স্থল বন্দর তোমরাই শাসন কর-
রাজ্যাভিষেকের অভিলাষ আমার নেই
আমি সাধারণ প্রজাতেই তুষ্ট
আমি “ধৃতরাষ্ট্র” হতে চাই নে—
জেনে রেখ এটা আমার সহজ সমীকরণ।
তারি :২০।০৪।১৫
ঢাকা।