আজো সেই শ্রেষ্ঠত্ব চলে আসছে-বহু যুগ হতে, আজো--
জ্ঞানী শ্রেষ্ঠ আবার অজ্ঞানী শ্রেষ্ঠ-বিচার চলছে
শ্রেষ্ঠত্বের-
শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ জাতি-
শ্রেষ্ঠ বাঙালী, শ্রেষ্ঠ বাংলা কবিতা,
একশটি শ্রেষ্ঠ কবিতা, একশজন শ্রেষ্ঠ কবি
একশ জন শ্রেষ্ঠ মনিষী, সর্বশ্রেষ্ঠ সাধক
বহু যুগ হতে চলে আসছে শ্রেষ্ঠত্ব আজো

শ্রেষ্ঠত্বের বিচারে শ্রেষ্ঠ কে, কতজন আর কারা ?
কেউ কি বলতে পারে-কতজন শ্রেষ্ঠ ছিল, আছে বা থাকবে ?
কেউ কি বলতে পারে একই বৃক্ষে ফুটন্ত গন্ধরাজের
মধ্যে কোনটিতে বেশি গন্ধ ? প্রত্যেকটি ফুলকেই গন্ধরাজ
বলা হয়।
তবে শ্রেষ্ঠত্বের বিচারে সর্বকালের কে সর্বশ্রেষ্ঠ  ?

প্রকৃত অর্থে শ্রেষ্ঠ বলে কিছু নেই
এ কেবল সমালোচনায় ব্যবহৃত সুবিধাজনক ব্যবস্থামাত্র
উত্তর হয়না কখনো-কে, কতটি, কোনটি
আসল শ্রেষ্ঠত্ব তো এটাই যে, কোন ব্যাক্তি, বস্তু বা
বিষয়ের তাঁর কর্মের মধ্যদিয়ে
তাঁর স্ব-রূপকে উপলব্ধী করাতে পারা,
তাঁর প্রকৃতকে বুঝাতে পারা, মানবতায় যার আত্ম নিয়োগ-
প্রত্যেকের ভেতরেই রয়েছে শ্রেষ্ঠত্ব, নির্দিষ্টতা কোথায় ?

রচনা:০৮/০৪/১৫
ঢাকা।