অশ্রু মুছে গেছে কিন্তু কপোলে জলের দাগ রয়েগেছে
ভিজে চুল শুকিয়ে গেছে কিন্তু
উসকো খুশকো ধূসর ছন্দহীন জটলা রয়েগেছে চুলে
ধুলো ঝেড়ে ফেলা হয়েছে তবু-আঁচল খানি এখনো
গড়ায় মাটিতে
বৃষ্টি থেমে গেছে তবু-মুখ কালো করে বসে আছে মেঘ
আকাশে মেঘের ফাঁকে বিদ্যুৎ চমকে কেবল
জিজ্ঞাসা চিহ্নই দৃশ্যমান হচ্চে..........
তবে কি এখনো........জগতে...!!.......?
সুখহীন সঙ্গম রতি ক্রীড়া করেই চলেছে-
সোদা গন্ধে ভিজে অন্তর্বাস পড়ে রয়েছে বুকের তলে
কেবল বিরহ চিহ্ন এঁকে চলেছে জীবনে তিলে তিলে।
তারিখ:12.04.15
ঢাকা।