ওরে দুরন্ত বালিকা-
বৈশাখী হাওয়া, কড়া মিঠে রোদ, কুমোর পাড়ার মৃত্তিকা
তোর কোমল শরীর ছেনে হাড়ি, কলসি আর যুবতী পুতুল
বানায় বুড়ো কুমোর- ভারি হাউস তোর-মেলায় যাওয়ার-
তুই তো মহা কলঙ্কিনী তাই আগুনে পুড়ে খাক হয়ে গতর করিস
শুদ্ধ, লাল-তাতেও তোর সাজে ভরে না মন
তাই বুড়ো কুমোরের হাতে নিজের স্তনে মাখিস রোঙ
তোকে দেখে কুমোর পাড়ার যৈবতীরা রাঙায় ঠোঁট
পিয়াসী মনে আঁচল রাখে খুলে, খোপায় গুজে
কলমী ফুল স্ব-রসে ড্যাব ড্যাব করে চক্ষু জ্বালায়
নির্লজ্জ হয়ে।আয় তোর দেনা পাওনা শোধ করি ভগবতির পায়ে
আগুনে পুড়ে একবার হয়েছিলি লাল-এবার তোরে
কালো করি কলঙ্কিনি করি পহেলা বৈশাখে।

তারিখ:১৪/০৪/২০১৫
(পহেলা বৈশাখ/১৪২২)
ঢাকা।