আমাকে নদী থেকে দূরে থাকতে হয়-
নদীর জল হাওয়ার নোনা গন্ধ আসুক নাকে
তবু জল যেন না ছোঁয় আমায়-
ফুলের গন্ধ ভাসে ভাসুক বাতাসে-তবু ফুল যেন
ঝরে না পড়ে আমার সাঝিতে-
মোক্ষিরা উড়ে যায় যাক –মধু যেন না লাগে ঠোঁটে
এ কেমন কাঁচে ঘেরা জীবন আমার-
বৃষ্টিরা হাতছানি দেয় জানালার গ্লাসে অথচ
ছুঁয়ে দেখা হয় না আমার যৌবনা বৃষ্টির মিঠে
শরীর-কি এমন পাপ লেগেছে জীবনের তীরে
অসুখিকে সুখি করার প্রায়াসে বিফলতার
পাপ এ বুঝি ? এবুঝি আমার নিয়ন্ত্রন হীন নিয়তীর
কাঁচে ঘেরা জীবন ?
তবু অস্পৃশ্যে পথ চলতে হয় অমাকে-
হীনতা, নিচতা আর অপমানকে সঙ্গী করে
তারিখ:12.04.15
ঢাকা।