এক অসহায়ত্বের উৎস হতে ---
নিজের জীবন থেকে নিজেকে অনেক দূরে ঠেলে দিয়েছিলাম
আমি, কারো সাথে কোন যোগ না রাখার
অঙ্কই কষেছিলাম------একাকিত্বে-
ফলাফল নির্জনতাই জুটেছিল----
প্রায় শুন্যের কাছাকছি গিয়ে ভাগ অঙ্কের দিকে
ঝুকে পড়েছিলাম----সুখ, দুঃখ ভাগাভাগি করে নিতে
কিন্তু---
বিজোড় কোন সংখ্যাকে ভাগ দিলে ফলাফল
অবশিষ্ট থেকেই যায়----সে বন্ধুত্বের হোক
কি বা একাকিত্বের গণিতে।
তাকে শুন্যে মেলাতে দশমিকের পর শুধু সংখ্যাই বসাতে হয়
কোথায় গিয়ে শেষ হয় কে জানে..................!!
কত চাওয়া আর পাওয়াকে বিয়োগ করেছি-
আমি, কত রোদনকে ক্রন্দনে ভরিয়েছি-------
তার পরিনাম কেবল গুণের নামতার মতই
বৃদ্ধি পেয়েছে আমার জীবনে।
খুঁজেছি অসহায়ত্বের উৎস
পেয়েছি শুধু-----নিজেরই অবহেলা আর ব্যর্থতা
জীবনকে গড়েছি এক তেল মাখা
বাঁশে ওঠা নামার অঙ্কের মত
যতটুকু উঠি ঠিক ততটুকুই নিচে নামি
অবশিষ্ট কেবল অসহায়ত্ব।
তারিখ:০৪/০৪/১৫
ঢাকা