আমি অগ্নুৎপাত দেখিনি কখনো
গিরি-লাভার বিষ্ফোরণ ও না
মাধ্যমিক পাঠ্যে পড়েছিলাম
সে অনেক আগের কথা—
বৃষ্টির উপকারের কথা জানতাম
“বর্ষাকাল” রচনা পড়ে বর্ষা প্রীতি-
হয়েছিল আমার ও---
কিন্তু, বৃক্ষের মূল যে উৎপাটিত হয়-
অতি বর্ষণের ফলে তা জেনেছি কিছুটা পরে
ক্ষয়ে যাওয়ার ব্যপারটি মাথায় ঢোকেনি কখনো
বৃষ্টির ধারায় মৃত্তিকার ক্ষয় হয়, বাতাসেও মৃত্তিকার
ক্ষয় হয়---
ভয় হয় আমার----জানার পর---
ভেতরে ভেতরে আমার ও যে
প্রতিনিয়ত ক্ষয়ই হয়----বিবেকের ক্ষয়,
টের পাই মনুষ্যত্বের ক্ষয়
আগ্নেয়গিরি বিষ্ফুরিত হয়
বুঝতে পারি ভূমির কম্পন, লাভার দহন শক্তি
ভূমি কম্পে “ব” এর আকার দ্বীপ জাগে
সমূদ্রের বুকে।
সব হারালেও সুখের আশা “ব”-দ্বীপ খোঁজে হৃদয়
পাহাড়ের পাদদেশে কঠিন পাথর কেটে
পাহাড়ীদের জুম চাষের মত।
০১/০৪/২০১৫
ঢাকা।