বসন্তে ও কোকিলের কন্ঠ শুকিয়ে কাঠ হয়
কোন কোন চৈতালী রোদে
তবু ও বয়ে চলা দখিনা সমীরে হা হয়ে
কন্ঠ ভেজাবার বড় সাধ জেগে রয় চাতকের
বৃষ্টি কি ঝরবে তখন?---পুষ্প বৃষ্টি, নাকি
কড়া রৌদ্রের তেজ শিক্ত ধূধূ ধূলা বৃষ্টি,
নাকি সত্যিই মেঘ ঝরে নামবে ছন্দে অশোকের বনে?
পাড়া মাতানো মেয়েটি ফুল, পাতা, আর বেল কাঠি
নামিয়ে রেখেছে বারান্দায়
আয় বৃষ্টি আয়-বাসন্তি মায়ের সামনে তোরে
পরাব মালা-আমি নবড়া, নবীনা এক গ্রাম্য বালা।
দেখ বেলের আঠা মাখিয়েছি ঠোঁটে তোকে চুমো দেব বলে
ছাড়ব না কোনদিন।
কাক ভিজে থ্যবড়া হয়ে আছে-বাসন্তি ঘরের চালা ভিজে
টল টল করে পড়ছে জল
নবীনার চুলগুলো তখনো ভিজে-ঠোঁটের কাছে লাল,
সিঁদুর ধুয়ে মুছে ছাপ, রক্ত বয়ে চলেছে, চুমো খাওয়া রক্ত।
তৃষ্ণা মিটেছে চাতকের।