কাঠ ঠোকরার ধারাল ঠোঁটে কোটর হওয়া ঠোকর
শুকনো বৃক্ষের শক্ত কোষ গুলোকে যেমন ভেদ করে-
তোমার অভালবাসাপূর্ণ মিষ্টি ঠোঁটের দুষ্টু হাসি তেমন
আমার অন্তরের অন্তরীক্ষ পর্যন্ত বেদনার হুল ফুটায়
ফুল বনে দুলবে এমন উছিলায় কতবার হাতছানি
দিয়েছ তার কে হিসেব রাখে,
হয়ত ষোলশ গোপিনী হাত,
আমি দ্বারকা নগরীর কোন ফুল বিছানো গালিচা পথ
বা পথের গালিচা নই,
বৃন্দাবনের রাখাল বালক ও নই।
পাপ-পূণ্যের নির্যাসে প্রস্তুত আমার দেহ, মন, প্রাণ
তবু ভালবাসার উষ্ণতা তো অনুভব করে---
শুদ্ধ ও তো হতে পারে পরশ পাথরের ছোঁয়ায়
লোহা, সোনা রূপে।
হয় নাকি শুকনো বীজ
ভূমিতে পুতে রাখলে--ভূমি ভেদ করে
নব বৃক্ষের পুনঃজন্ম ?