স্পষ্ট করে তাকিয়েছি তোমার দুটি চোখে
কত সহজ সরল রেখায় অঙ্কিত তোমার
ওষ্ঠ, অধর-- দেখেছি দূরে দাঁড়িয়ে-
হেসেছি ভালবাসা মিশ্রিত হাসি
কত কিছুই অনুভবে বলেছি তোমায় –শুধু-
স্পষ্ট করে বলতে পারিনি ভালবাসি।
না কোন রাগে বা অভিমানে,
না কোন অপরাধে,
শুধু জলপ্রপাতের মত অঝর ধারায়
ভালবেসেছি, আছড়ে পড়েছি তেমার হৃদয়ে।
কেবলই এক- ঐকতানে, রিমঝিম সুরে
ঝর্ণা ধারা হয়ে ঢুকে পড়েছি
পাথরের ফাক ফোকরে।
শুধু তোমারই প্রেমের সান্নিধ্য খুঁজে পেতে।
২১/০৩/২০১৫ইং