হয়ত তাই ই হবে--
কোন একদিন চাপা পড়া ছাই
বাতাসে উড়বে ধুসর রঙে,
ছাইয়ে, ছাইয়ে বয়ে যাবে জগতময়,
চোখের পলক ফেলবার সুযোগই পাবে না কেউ
অথবা এমন ও হতে পারে--
ঘৃতের মধ্যেই বন্দী হয়ে থাকবে অগ্নির পবিত্রতা,
কাউকে দেখাবে না কোন রোশ বা ক্ষোভ।

কেবলই সব সম্ভাবনা---সত্য তো এটাই......

চাপা পড়া ছাইয়ের নিচে অগ্নি শিখাই
প্রজ্জ্বলনের অপেক্ষায় আছে-----
শুধু অপেক্ষা মরা ছাই উড়ে যাবার
ঘৃতের মধ্যে আগুন সুপ্ত হয়ে আছে বটে
যজ্ঞের কাষ্ঠে ঢাললেই বুঝবে  ব্রাহ্মণ,
যাজ্ঞশিনী দুহাত প্রসারিত করেই আছে কেবল
যজ্ঞের প্রসাদ পেতে।
দূত খেলার সুযোগই হবে না কারো,
জানবে সকলে বন্দী করে যায়না রাখা অগ্নি শিখা।

23.03.15