আমি এক অনাদিকালের অপরাধের সঙ্গী
হয়ে আছি। দ্রৌপদীর বস্ত্র হরণে-রণের যে
উৎপন্ন, সে তো আমারই কারণে।
আমার বিলাসিতাই ছিল শুধু, মোহ আর লালসা
ত্যাগ করতে পারিনি আমি।
পঞ্চভূতে আমি পান্ডব হতে পারিনি
কেবল একশ একটি অভিশপ্ত জীবন হয়েছি আমি।
এ কেবল আমিই হয়েছি-যুগান্তকারী অপরাধী

সমস্ত জীবনের মানের চাদর সরিয়ে
অপমানে জীবন কাটাবার কোন সাধ ছিল না আমার
তবু আজ দুর্যোধন রূপী আমি-জানি না কোন দাম্ভিকতায়-
সেকি শুধু কর্ণের সামর্থকে পুঁজি করে,
জীবন আমার কাটছে ন্যায় পাওয়ার আশায়।
কে দিবে ন্যায়!!
এখন শুধু মৃত্যুরই পথ দেখাতে পারে সবাই

২১/০৩/২০১৫ইং