বেহিসাবি পথ চলাটাই চরিত্রের বৈশিষ্ট্য আমার
তাই অতশত ভাবিনি কোনদিন-
কান্নার সময় হলে কেঁদেছি বুক ভরে
হাসবার হলে হেসেছি প্রাণ খুলে-তবু বেহিসাবিই
রয়েগেছি আমি।
মিল করে চলতে পারিনি কখনো-
যুক্তি তর্ক চলে, বুঝি নি-শুধু কমবেশিতেই
সীমাবদ্ধ থেকেছে আমার গণিত।
তবু হিসাবের তোয়াক্কা না করেই
বিনিয়োগ করেছি যোগ বিয়োগের খাতে
আজ আমি বুঝতে পারি হিসাবের পরিণাম
কি হয়।যদি গড়মিল না রেখে হিসাবের
বিষয়ে সচেতন হতে পারতাম- তবে
অন্তত চরিত্রের মান কমে অপমানে এসে ঠেকত না।
২১/০৩/২০১৫ইং