তোমার কমল অথচ সাবলীলতা-
আমার কাছে তা- ই প্রতিপন্ন হয়,
তোমার দৃঢ়তা, তোমার চঞ্চলতা,
তোমার বিশ্বাসী চোখের চাওয়া -এমনকি
তোমার পথ চলার মাধুরী, অদ্ভুত!!
সত্যিই তুমি প্রেরণা দায়িনী-তোমাকে দেখলে
জীবন অন্যরকম অনুভবে অনুভুত হয়।
স্বপ্ন খুঁজি, বাঁচার আশা খুঁজি-নব-উদ্যমে
পথ চলার প্রেরণা পাই
এ শুধু তোমাকে দেখে আমার ভেতরে
তোমার শক্তি বাঁধে ঘর।

জানিনা তোমার সংস্পর্শ কি-
যার চোখ দেখে মন উৎসাহে ভরে
যার হাসি হাসে বিশ্বাসে বিশ্বজয়ে
যার প্রতিটি পদক্ষেপে রয়েছে
শুভ পদযাত্রা-তার ছোঁয়া নিশ্চই
দেখাবে সঠিক জীবনের দিশা।
22.03.15