আজীবন এক সুখে জীবন কাটে না মানুষের
তাই নতুন সুখের সন্ধানে ছুটে চলে
নিত্য নিত্যই, তাই কি ?-
না, তা কি করে হয়!
(তা যদি হয় এক সুখেই জীবন যায়
ঘুমায় নিরবে বৃষ্টি ভেজা চিতায়)
কান্নার জল ঝরত কি করে চোখের কোণে?
তা হলে নারীপুরুষ তাদের জীবন
সংসার কি রূপে আগলে রাখতে পারত
অনন্তকাল ?
যদি নিত্যই নতুন সুখের প্রয়োজন হয়
তবে সকল শৃঙ্খল হারিয়ে মানুষ
দিশে হারা হয়ে পড়ত
বিধাতাকে অবিশ্বাসই করে ফেলত হয়ত
পিতামাতার আদর স্নেহ উপড়ে যেত
ধান ক্ষেতে জন্মানো আগাছার মত
সুখ বার বার আসে মানুষের জীবনে
একটি বন্ধনের মধ্য দিয়ে।