ধর্মাধর্ম-৫৭
পাপ করার আছে যেমন
সপ্ত নদী পথ
পূণ্য করার আছে শুনো
তার ও অধিক পথ
চাইলে তুমি পূণ্য কর্ম করতে পার নিজে
তোমায় দেখে পূন্যের পথ নেবে সকলে খুঁজে।
ধর্মাধর্ম-৫৮
জ্ঞানী লোকের অভাব কিন্তু
নয় একেবারে কম
তবু অজ্ঞানীর চাপে পড়ে
ফুরাতে চায় দম
দিকে দিকে জ্ঞানের আলো ছড়িয়ে দাও আরো
সমাজটাকে জ্ঞানের আলোয় আলোকিত করো।
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা, পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)