ধর্মাধর্ম-৫৫
আলোচনায় বয়ে আনে
অনেক বড় সুফল
সমালোচনার ঝড়ে কেবল
জড়িয়ে থাকে বিফল
আলোচনায় সিদ্ধ হলে কাটে সকল বিপদ
সমালোচনার বিষের ঝড়ে বেড়েই চলে শ্বাপদ
ধর্মাধর্ম-৫৬
নিজের সাথে নিজেই তুমি
কর অনেক আলোচনা
নিজের সাথে যত পার
কর নিজের সমালোচনা
নিজের ভুল পাবে অনেক, শুধরাবার ও সুযোগ
নিজে শুধরে জগৎ শুধরাও এটাই জ্ঞানের বড় প্রয়োগ।
(এটা কোন ধর্ম শিক্ষা বা ধর্ম উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আমার কবিতা নয়, ধর্মের আলোকে চলমান জীবনে আমাদেরই কর্ম, আমাদেরই বলা কথা গুলোর পুনরাবৃত্তি করা, পাঠকের মনে প্রশান্তি দেওয়াই লেখার প্রায়াস আমার।)